বিষ-দ্রোহ
দ্রোহকাল ক্ষিপ্ত দাঁতে ভীতি ছড়ায় আলজিভে
নিষ্পাপ শিশুমন বাঁকা সভ্যতায় বাড়ে
কেন আজও আত্মা বোঝে না
মাতৃজঠর থাক মঙ্গলকরে!
জানলার শিক ধরে আকাশে শান্তি খোঁজে
কেঁপে ওঠা অশক্তা বৃদ্ধাবাসে।
কুশিক্ষার শেকড়ে সুপ্ত অমানুষের চেহারা
মাতৃদুগ্ধ আর পারে না সুস্থ সমাজকে উপহার দিতে
স্বার্থপর আর্থব্যবস্থা আস্থাহীন সাম্যের যুক্তিতে,
তবু সন্তান থাক দুধে ভাতে কেন চাইবে না
নাড়ি ছেঁড়া প্রাণে!
তাই বুঝি আকাশ মেঘলা হয় পৌঢ়ত্বের উপবনে
গোনাগুনতি মার্বেল ঠাঁই চিরকাল থাকে
শুধু শীর্ণকায় দুই হাত বৃদ্ধাবাসে কাঁদে..!
দ্রোহকাল ক্ষিপ্ত দাঁতে ভীতি ছড়ায় আলজিভে
নিষ্পাপ শিশুমন বাঁকা সভ্যতায় বাড়ে
কেন আজও আত্মা বোঝে না
মাতৃজঠর থাক মঙ্গলকরে!
জানলার শিক ধরে আকাশে শান্তি খোঁজে
কেঁপে ওঠা অশক্তা বৃদ্ধাবাসে।
কুশিক্ষার শেকড়ে সুপ্ত অমানুষের চেহারা
মাতৃদুগ্ধ আর পারে না সুস্থ সমাজকে উপহার দিতে
স্বার্থপর আর্থব্যবস্থা আস্থাহীন সাম্যের যুক্তিতে,
তবু সন্তান থাক দুধে ভাতে কেন চাইবে না
নাড়ি ছেঁড়া প্রাণে!
তাই বুঝি আকাশ মেঘলা হয় পৌঢ়ত্বের উপবনে
গোনাগুনতি মার্বেল ঠাঁই চিরকাল থাকে
শুধু শীর্ণকায় দুই হাত বৃদ্ধাবাসে কাঁদে..!