রাধা
তোমার সাথে যাচ্ছি আমি চাঁদ
পড়েছি বাধা তোমার পাতা ফাঁদে
হৃদয়টুকু আছে বলেই জেনো
এই জীবনে তাই হয়েছ রাধে।
একটু একটু হচ্ছি উজাড় যত
সকাল, দুপুর কিম্বা গভীর রাত
দেখছি আছো কান্না এবং গানে
নিঃস্ব হতে তোমার হাতে হাত।
তোমার সাথে যাচ্ছি আমি চাঁদ
পড়েছি বাধা তোমার পাতা ফাঁদে
হৃদয়টুকু আছে বলেই জেনো
এই জীবনে তাই হয়েছ রাধে।
একটু একটু হচ্ছি উজাড় যত
সকাল, দুপুর কিম্বা গভীর রাত
দেখছি আছো কান্না এবং গানে
নিঃস্ব হতে তোমার হাতে হাত।