উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

রাজর্ষি ঘোষ

অনিমিখঃ বিসর্জন


আমার নিজস্ব গান বৃষ্টি হয় না...
আঙুলের কোণে লেগে থাকে ধান দুব্যোর হিমেল গন্ধ;
এক ছিপ মেঘ যেখানে পায়রা হয়ে যায়,
আমি ভেসে থাকি সেখানে আন্তরিক উজ্জ্বল মানচিত্র হয়ে।

আমার সবটুকু দেয়ালা জুড়ে ওদের ছায়া রাজপথ
সৌম্যদর্শন ব্যক্ত ষোড়শী দিন, ধোঁয়াশা
আপক্ক নির্বিকার চেতনা ডানা মেলে রক্তিম আকাশে।

তবুও নিবিড় সম্পর্কটুকু পারদ হলে
ঘুমপরী রাত জাগে অসহায় পাখিদের ঠোঁটে অনিমিখ।
দলছুট ঘর খোঁজে বুনোহাঁস।

তারপর...

বেশ কিছু আমিত্ব বিসর্জনের পর ঘুম ভাঙলে কাশফুল,
সে আসবে বিধবার বেশে মাঠ সাদা করে।
আগমনী ক্ষয়ে গেলে দূষিত জলে
এক ঝাঁক ফ্লেমিংগো আজ পরিযায়ী হবে উত্তর কলকাতায়।

আমি বিষাক্ত পৃথিবীর মানুষ।
কার্বন মনোক্সাইড শ্বাস ঠেলে হেঁটে যাব অমরত্বের পথে,
জ্যামিতিক চক্রব্যূহে।

আমাকে সীমানা দিও না।