উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

আবু হানিফ

জিঙ্গো


যুগযুগ খুজিলাম যারে
নাম না জানা পাখির ভিরে
আমাবসশার আধারে
বসন্তে গোলাপের বনে
শেফালি পদ্দের দলে
বসন্তের দখিনা পবনে-কত অচেনা বন উপবনে
বহুকাল খুজেছি তারে।
হেমন্তের সকালে, মধ দুপুরে, পড়ন্ত বিকালে।
গুটা বসুধার আনাচ-কানাচ ঘুরে
আবার এসেছি ফিরে-
সেই লজ্জাবতী পলাতকা প্রিয়ার গোপন ডাক শুনে।