আহ্বানে এসেছিলাম
ভীষণ ইচ্ছে ছিল তবুও
অপেক্ষার প্রাচীর ভেঙ্গে ছুঁইনি তোমাকে
রাত্রির নির্জনতায় তোমার যে আবাহন
তারই ধ্বনির তৃষ্ণায় মর্ত্যে আগমন
ওভাবে ডাকলে কেউ না এসে পারে!
এসেও তবু অপেক্ষমাণ দরজার বাইরে।
যে ভালবাসায় ডেকেছ
বাহুবন্ধনে সেই প্রেম যদি ব্যাকুলতা হারায় !
সারারাত্রি জুড়ে জ্বরতপ্ত গায়ে
তোমার দ্বারপ্রান্তে রুদ্ধ আমি অজানা আশঙ্কায়।
আলোর স্পর্শ পেয়ে চলে যাচ্ছি শিশিরের মত
দূর দেশ থেকে আনা শিউলিমালাটিকে
তোমার চরন প্রাপ্তির অপেক্ষায় রেখে।
এখানেও বৃষ্টি আজ
আজ আমার এখানেও বৃষ্টি
বুঝি প্রকৃতি বুঝেছে অবুঝ কাতরতা
অন্তর মথিত করে হাহাকার আসে
সপ্তডিঙ্গায় পসরা সাজিয়ে বেদনা।
আজ বৃষ্টিতে ভিজেছি আমিও
ইচ্ছেতে নয় আবার অনিচ্ছেতেও নয়
যেন অন্তরালে ছিল একবুক জলের প্লাবন।
তোমার অন্ধকারে আলো হবার একটুকরো অপেক্ষা।
আজ আমারও শরীরে শীত,উষ্ণতার আহ্বান
উজানে বিরুদ্ধ প্রেম,আকাশে বৈরী মেঘমালা
আশ্চর্য মাধুরি ছড়ায় বিষণ্ণ আকাশ।
তোমাকে ঘিরে থাকা আমার সমস্ত সত্ত্বা
দুর্বোধ্যই থেকে গেল আকাঙ্খিত আষাঢ়ে।
ভীষণ ইচ্ছে ছিল তবুও
অপেক্ষার প্রাচীর ভেঙ্গে ছুঁইনি তোমাকে
রাত্রির নির্জনতায় তোমার যে আবাহন
তারই ধ্বনির তৃষ্ণায় মর্ত্যে আগমন
ওভাবে ডাকলে কেউ না এসে পারে!
এসেও তবু অপেক্ষমাণ দরজার বাইরে।
যে ভালবাসায় ডেকেছ
বাহুবন্ধনে সেই প্রেম যদি ব্যাকুলতা হারায় !
সারারাত্রি জুড়ে জ্বরতপ্ত গায়ে
তোমার দ্বারপ্রান্তে রুদ্ধ আমি অজানা আশঙ্কায়।
আলোর স্পর্শ পেয়ে চলে যাচ্ছি শিশিরের মত
দূর দেশ থেকে আনা শিউলিমালাটিকে
তোমার চরন প্রাপ্তির অপেক্ষায় রেখে।
এখানেও বৃষ্টি আজ
আজ আমার এখানেও বৃষ্টি
বুঝি প্রকৃতি বুঝেছে অবুঝ কাতরতা
অন্তর মথিত করে হাহাকার আসে
সপ্তডিঙ্গায় পসরা সাজিয়ে বেদনা।
আজ বৃষ্টিতে ভিজেছি আমিও
ইচ্ছেতে নয় আবার অনিচ্ছেতেও নয়
যেন অন্তরালে ছিল একবুক জলের প্লাবন।
তোমার অন্ধকারে আলো হবার একটুকরো অপেক্ষা।
আজ আমারও শরীরে শীত,উষ্ণতার আহ্বান
উজানে বিরুদ্ধ প্রেম,আকাশে বৈরী মেঘমালা
আশ্চর্য মাধুরি ছড়ায় বিষণ্ণ আকাশ।
তোমাকে ঘিরে থাকা আমার সমস্ত সত্ত্বা
দুর্বোধ্যই থেকে গেল আকাঙ্খিত আষাঢ়ে।