উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

মামনি দত্ত

অর্ধেক পৃথিবী


ভাঙ্গা ঘরের এক কোনে ডাঁই করে রেখেছি ছাই
হয়ে যাওয়া বস্তাপঁচা স্মৃতি!
অন্ধকার ছড়িয়ে আছে দেওয়াল জুড়ে, মন পুড়ে যায়
যজ্ঞাগ্নিতে।
হলুদ পাখি টা কবে উড়ে গেছে, শূণ্য খাঁচায় ঘূর্ণি পাক খায়
স্মৃতির গন্ধমাখা লগ্ন,
আমি ছুঁয়ে দেখিনি, আঘ্রানে বুঁদ হয়নি, শুধু ডুবে গেছি করাল
স্পর্শ থেকে পালাতে চেয়ে!
তীক্ষ্ণ আচড়ে রক্তাক্ত হতে হতে, এক বার শ্বাস নেওয়ার
লোভে মাথা তুলেছি,
ভুলেছি কেন্দ্রবিন্দুতে স্মৃতির উপস্থিতি,
তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে ফাগ ওড়ানো ফাগুন!
প্রাণহীন ঘরের জান্তব দীর্ঘশ্বাস
ছাইচাপা আঁচে ধিকিধিকি জ্বলে,
ছাইয়ের মধ্যেই অমূল্য রতন আছে, আজও
সবাই বলে!!!