সাধের একতারা
একতারাটির একটি তারে
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
উড়ছে সে সুর দমকা হাওয়ায়,
রঙ গোধূলির স্বপ্ন মায়ায়।
হারিয়ে ফেলা স্মৃতির মতো,
গুঞ্জনসুর জমছে যত,
রুক্ষ প্রানের মরুর বুকে,
ছাইছে সে সুর মহাসুখে।
পাখীর ডাকে, অলির ডানায়,
ফুলেরকলি, পরাগদানায়
বৃষ্টিধারায়, নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
বনবাদাড়ে, নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
শুকতারাটির বুকভরা গান,
গাইছে সুরে বাউল পরান।।
একতারাটির একটি তারে
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
উড়ছে সে সুর দমকা হাওয়ায়,
রঙ গোধূলির স্বপ্ন মায়ায়।
হারিয়ে ফেলা স্মৃতির মতো,
গুঞ্জনসুর জমছে যত,
রুক্ষ প্রানের মরুর বুকে,
ছাইছে সে সুর মহাসুখে।
পাখীর ডাকে, অলির ডানায়,
ফুলেরকলি, পরাগদানায়
বৃষ্টিধারায়, নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
বনবাদাড়ে, নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
শুকতারাটির বুকভরা গান,
গাইছে সুরে বাউল পরান।।