শালুক চোখের সন্ধ্যাভাষা
চাপাকষ্টে সবুজের হলদে রঙের কষ্ট বুঝি
কোন প্রহারে রক্ত ভাঙ্গে তাও বুঝি
বিজন রাতের লিপস্টিকের অর্থ বুঝি
জগতের যতসব ইজম আছে তাও বুঝি
গান -কবিতা -পেইন্টিং বুঝি
সংবেদনশীল হৃদয় বুঝি
রাজনীতির কপটতা বুঝি
গ্যালাক্সি বুঝি ,আইনস্টাইন-নিউটন বুঝি
থিউরি অব রিলেটিভিটি বুঝি
ধর্ম আর ধর্মান্ধতা বুঝি
প্রিয়, এত্তো এত্তো কিছু বুঝি
তারপরেও
বুঝি না তোমার শালুক চোখের
সন্ধ্যাভাষা ।
ধ্যানভাঙ্গানি
আমি তো বরাবর জেনে এসেছি
অপদার্থ আমি।বেজায় রকম বেমানান এই পৃথিবীর ।
নিজেকে অপাংতেয় ভাবতে ভাবতে যখন ফুল নদী পাখির সাথে আমার গভীর ভাব তক্ষুনি তোমার নামটি ফুল নদী পাখির সাথে যোগ হলো ।
একমাত্র তুমি ই বুঝতে পেরেছ কেন যে ভেঙ্গেচূড়ে যায় আমার ভিতর-বাহির
ভাবি,তুমি ছাড়া কে করবে আর আমার ভাঙ্গাচূড়া জীবনের নিঁখুত মেরামত।
খাজুরাহো মন্দিরের দেবী তুমি এসে কিনা বললে
শংকর ধাতুতে গড়া চমৎকার শরীরে আমি নাকি মারবেল পাথরের সৌধ।
অথচ
বড় আর্দ্র ,নরম হৃদয় নাকি আমার ।
সেদিনের বরষার ঘনঘোর রাতের মাতাল করা মুখর প্রহরের স্পর্শের প্রাঞ্জল
ভাষা ত্বকের প্রাচীর পেরিয়ে আরো গভীরে গিয়ে বেজেছে ।
আমি বুঝেছি । তুমি বুঝেছো কি?
বুঝে যদি থাক তাহলে যেই উদ্দেশ্যে তুমি সন্নাসীর
ধ্যান ভেঙ্গেছো সেই উদ্দেশ্যে সফল করো ।
চাপাকষ্টে সবুজের হলদে রঙের কষ্ট বুঝি
কোন প্রহারে রক্ত ভাঙ্গে তাও বুঝি
বিজন রাতের লিপস্টিকের অর্থ বুঝি
জগতের যতসব ইজম আছে তাও বুঝি
গান -কবিতা -পেইন্টিং বুঝি
সংবেদনশীল হৃদয় বুঝি
রাজনীতির কপটতা বুঝি
গ্যালাক্সি বুঝি ,আইনস্টাইন-নিউটন বুঝি
থিউরি অব রিলেটিভিটি বুঝি
ধর্ম আর ধর্মান্ধতা বুঝি
প্রিয়, এত্তো এত্তো কিছু বুঝি
তারপরেও
বুঝি না তোমার শালুক চোখের
সন্ধ্যাভাষা ।
ধ্যানভাঙ্গানি
আমি তো বরাবর জেনে এসেছি
অপদার্থ আমি।বেজায় রকম বেমানান এই পৃথিবীর ।
নিজেকে অপাংতেয় ভাবতে ভাবতে যখন ফুল নদী পাখির সাথে আমার গভীর ভাব তক্ষুনি তোমার নামটি ফুল নদী পাখির সাথে যোগ হলো ।
একমাত্র তুমি ই বুঝতে পেরেছ কেন যে ভেঙ্গেচূড়ে যায় আমার ভিতর-বাহির
ভাবি,তুমি ছাড়া কে করবে আর আমার ভাঙ্গাচূড়া জীবনের নিঁখুত মেরামত।
খাজুরাহো মন্দিরের দেবী তুমি এসে কিনা বললে
শংকর ধাতুতে গড়া চমৎকার শরীরে আমি নাকি মারবেল পাথরের সৌধ।
অথচ
বড় আর্দ্র ,নরম হৃদয় নাকি আমার ।
সেদিনের বরষার ঘনঘোর রাতের মাতাল করা মুখর প্রহরের স্পর্শের প্রাঞ্জল
ভাষা ত্বকের প্রাচীর পেরিয়ে আরো গভীরে গিয়ে বেজেছে ।
আমি বুঝেছি । তুমি বুঝেছো কি?
বুঝে যদি থাক তাহলে যেই উদ্দেশ্যে তুমি সন্নাসীর
ধ্যান ভেঙ্গেছো সেই উদ্দেশ্যে সফল করো ।