আশা
অনামিকা, অনিকেত, এরা সবাই জাল বুনে গেছে
ঝরা পাতায়; শুকনো দেহে অতীতে যাবার আগে
এরা বোঝে ভালোবাসা, মৃত্যুর স্বাদ
স্মৃতি হয়ে প্রেমে, কালের স্রোতে;
আজ শহরে রাত বদলায় তন্দুরী ওভেনে
শ্যাম্পেনের ফোয়ারায় আর
কামিনীর কোলে,
শিশির ভেজা পিচ রাস্তায় ...
একদিন দেখে নিও এরাই আবার মানুষ হবে
গোলাপের পাপড়ির খবর শোনাবে।
অনামিকা, অনিকেত, এরা সবাই জাল বুনে গেছে
ঝরা পাতায়; শুকনো দেহে অতীতে যাবার আগে
এরা বোঝে ভালোবাসা, মৃত্যুর স্বাদ
স্মৃতি হয়ে প্রেমে, কালের স্রোতে;
আজ শহরে রাত বদলায় তন্দুরী ওভেনে
শ্যাম্পেনের ফোয়ারায় আর
কামিনীর কোলে,
শিশির ভেজা পিচ রাস্তায় ...
একদিন দেখে নিও এরাই আবার মানুষ হবে
গোলাপের পাপড়ির খবর শোনাবে।