পনেরো লাইন বৃক্ষ
নোম্যান্সল্যান্ডের বৃক্ষ বেষ্টন করে থাকে মেঘশাঁসবীজ
শিশু বৃক্ষের গায়ে দোলনাকেবল মিছিলরেণু
বৃদ্ধ বৃক্ষের ছাল চামড়া দিয়ে ব্যালট আর বুলেট বানায় মানুষ
আলস্য ভেঙে নদী থেকে উঠে আসা বৃক্ষের সীমান্ত ক্লোরোফিল
একঝাঁকবৃক্ষ + একতিলআলো = কিউসেক জলজোনাকি
বৃক্ষ পাখিসমাজের একমাত্র মাল্টিস্টোরিড বিল্ডিং
দু ঘোড়সওয়ারের মাঝখানে বৃক্ষ তিন শাখার আস্তাবল
মরুবৃক্ষের পাতারা ঘুমন্ত গুটিপোকা
বৃক্ষের দুই কাঁধে চাঁদ ওঠার শব্দ
দুটি বৃক্ষের সফল সঙ্গমে জন্ম ন্যায় জেনরোদ
ট্রামলাইনে বয়ে যাওয়া বৃক্ষ ভোর খায় পেটচুক্তিতে
মেয়েটির লাল ঠোঁটে বৃক্ষের সীলমারা চিঠি
বৃক্ষের সিন্দুকে তরল সুতোর মৌচাক
বসন্তবউরির ঝড়ে বৃক্ষের মাইওপিক চোখ থেমেছে শূন্যে
বৃক্ষ ইশ্বররমণীর অত্যন্ত সাধের মলিকিউলার কিচেন
নোম্যান্সল্যান্ডের বৃক্ষ বেষ্টন করে থাকে মেঘশাঁসবীজ
শিশু বৃক্ষের গায়ে দোলনাকেবল মিছিলরেণু
বৃদ্ধ বৃক্ষের ছাল চামড়া দিয়ে ব্যালট আর বুলেট বানায় মানুষ
আলস্য ভেঙে নদী থেকে উঠে আসা বৃক্ষের সীমান্ত ক্লোরোফিল
একঝাঁকবৃক্ষ + একতিলআলো = কিউসেক জলজোনাকি
বৃক্ষ পাখিসমাজের একমাত্র মাল্টিস্টোরিড বিল্ডিং
দু ঘোড়সওয়ারের মাঝখানে বৃক্ষ তিন শাখার আস্তাবল
মরুবৃক্ষের পাতারা ঘুমন্ত গুটিপোকা
বৃক্ষের দুই কাঁধে চাঁদ ওঠার শব্দ
দুটি বৃক্ষের সফল সঙ্গমে জন্ম ন্যায় জেনরোদ
ট্রামলাইনে বয়ে যাওয়া বৃক্ষ ভোর খায় পেটচুক্তিতে
মেয়েটির লাল ঠোঁটে বৃক্ষের সীলমারা চিঠি
বৃক্ষের সিন্দুকে তরল সুতোর মৌচাক
বসন্তবউরির ঝড়ে বৃক্ষের মাইওপিক চোখ থেমেছে শূন্যে
বৃক্ষ ইশ্বররমণীর অত্যন্ত সাধের মলিকিউলার কিচেন