দিনের কথায়
হাতের মুঠোয় নাই বা আকাশ থাকলো
তোমার দিন
রাতের কোনায় থাকলো কখন গহন
চেনার ঋণ।
জীয়ন-কাঠির সুর খুঁজে পায় দখিন
সকাল-নদী
সময় ঘণায় মেঘের ছোঁয়ায় কাজল
বিষাদ যদি।
চোখের তারায় হাত পেতে চায় একটি
ভোরের আলো
কেমন সেদিন উজান গাঙ্গের বিমল
সুরেই ঢালো।
ছুটছে অচিন পাড় ভেঙে সেই নদীর
গতির ধারা।
দুপুর বেলায় নিজেই চেনায় কেমন
ভাঙছে কারা
সেদিন ছিলাম নিজের পথেই চেনার
বাঁধন পিছে
নদীর বাঁকের হাজার পাকের কথায়
স্বরূপ মিছে
হঠাৎ চেনায় পথ মিলে যায় মনের
ভাষায় জানা
সময় মোড়ের নতুন ভোরের আলোয়
জীবন চেনা।
হাতের মুঠোয় নাই বা আকাশ থাকলো
তোমার দিন
রাতের কোনায় থাকলো কখন গহন
চেনার ঋণ।
জীয়ন-কাঠির সুর খুঁজে পায় দখিন
সকাল-নদী
সময় ঘণায় মেঘের ছোঁয়ায় কাজল
বিষাদ যদি।
চোখের তারায় হাত পেতে চায় একটি
ভোরের আলো
কেমন সেদিন উজান গাঙ্গের বিমল
সুরেই ঢালো।
ছুটছে অচিন পাড় ভেঙে সেই নদীর
গতির ধারা।
দুপুর বেলায় নিজেই চেনায় কেমন
ভাঙছে কারা
সেদিন ছিলাম নিজের পথেই চেনার
বাঁধন পিছে
নদীর বাঁকের হাজার পাকের কথায়
স্বরূপ মিছে
হঠাৎ চেনায় পথ মিলে যায় মনের
ভাষায় জানা
সময় মোড়ের নতুন ভোরের আলোয়
জীবন চেনা।