বিষ দাঁতের লাল সিগন্যাল
কেউ একজন পিছু ছাড়েনা নজরবন্দি প্রতিদিন
কুয়াশাতাঁবু পথের সীমানা দেওয়াল ডিঙ্গিয়েই রোদ্দুর
আগলে রাখা ছায়াবন্দি
হিংসেগুলো জ্যামিতিক ত্রিভুজ নদী ,
বাতাসের ক্যাম্পে নাগরদোলা মদ্যপ মদালসা ঘূর্ণি ,
জলজ প্রান পকেটে
দমবাজি শিরায় উপশিরা টান টান উপবাস
জোয়ার এলেই মাছধরা চলে উৎসব
আষাঢ়ের মানেই ছিঁচকে কাঁদনে ৷
মাঝি গুণ টানে কিনারের সন্ধান
দুআঙ্গুলের ফাঁকে বিষমাখা তীর , বন্ধনহীন নিহত গোলাপ
চোখে ভেসে ভেসে উঠে গতকালের রাত ,খাঁচায় ময়না পাখি
তুমুল বৃষ্টির নিশানায় মধুবাতাস
জলের শব্দ কান পেতে শুনে জলকেলী তরঙ্গ সহচর
টুং টাং কম্পনে
গোলক ধাঁধাঁর পেন্ডুলাম দুলে দুলে রুদ্রমূর্তি
শিকারি গেরিলার পালায়ন খুব ভোরে
প্যারাসুটে পাখির ডানা চিৎকার চোখের নিমিষে সীমানা পাড় ৷
চাঁদতারা উঠোনে সূর্য নাচবে ,পিষবে বিষ দাঁতে নীল কাঁমড়
আগুন আলোর
ধ্যানে প্রতিক্ষার রেশমঘর অন্ধকারে জ্ঞানপাপী শিকড়
বাস্তুহারা ইশারায় ফেলে দাও শক্তি তরবারি জঙ্গল
হারামী লাল ক্ষুধা
সোনাঝরা কুহেলির ভুল ইশারায় স্বপ্নপূরন
জাহাজভর্তি প্রেম নিয়ে পিপীলিকা নোঙ্গর মনিমাণিক্য ভরপুর
মাস্তুলে রক্তজমা হানিমুন
নিত্য শৈশবে জমকালো ভূত পাহাড়ে ঝর্না জমজ প্রেম ৷
অলীক রৌদ্রছায়া নিদ্রাকুসুম যমকালো মোঘলের তরবারি
আঙুলে আঙুলে ফুটে আঙুল কারুকাজ
বুকের ভিতর সন্ধি ডিঙিয়ে সমুদ্রগন্ধ ভরা দূঃসাহস
জলে পাতালে শৈশব কুড়ায় কাঁঠবিড়াল
ঝর্নার অস্থির কন্ঠ ছূয়ে নেভানো আগুনে দমকলের লাল সিগন্যাল ৷
কেউ একজন পিছু ছাড়েনা নজরবন্দি প্রতিদিন
কুয়াশাতাঁবু পথের সীমানা দেওয়াল ডিঙ্গিয়েই রোদ্দুর
আগলে রাখা ছায়াবন্দি
হিংসেগুলো জ্যামিতিক ত্রিভুজ নদী ,
বাতাসের ক্যাম্পে নাগরদোলা মদ্যপ মদালসা ঘূর্ণি ,
জলজ প্রান পকেটে
দমবাজি শিরায় উপশিরা টান টান উপবাস
জোয়ার এলেই মাছধরা চলে উৎসব
আষাঢ়ের মানেই ছিঁচকে কাঁদনে ৷
মাঝি গুণ টানে কিনারের সন্ধান
দুআঙ্গুলের ফাঁকে বিষমাখা তীর , বন্ধনহীন নিহত গোলাপ
চোখে ভেসে ভেসে উঠে গতকালের রাত ,খাঁচায় ময়না পাখি
তুমুল বৃষ্টির নিশানায় মধুবাতাস
জলের শব্দ কান পেতে শুনে জলকেলী তরঙ্গ সহচর
টুং টাং কম্পনে
গোলক ধাঁধাঁর পেন্ডুলাম দুলে দুলে রুদ্রমূর্তি
শিকারি গেরিলার পালায়ন খুব ভোরে
প্যারাসুটে পাখির ডানা চিৎকার চোখের নিমিষে সীমানা পাড় ৷
চাঁদতারা উঠোনে সূর্য নাচবে ,পিষবে বিষ দাঁতে নীল কাঁমড়
আগুন আলোর
ধ্যানে প্রতিক্ষার রেশমঘর অন্ধকারে জ্ঞানপাপী শিকড়
বাস্তুহারা ইশারায় ফেলে দাও শক্তি তরবারি জঙ্গল
হারামী লাল ক্ষুধা
সোনাঝরা কুহেলির ভুল ইশারায় স্বপ্নপূরন
জাহাজভর্তি প্রেম নিয়ে পিপীলিকা নোঙ্গর মনিমাণিক্য ভরপুর
মাস্তুলে রক্তজমা হানিমুন
নিত্য শৈশবে জমকালো ভূত পাহাড়ে ঝর্না জমজ প্রেম ৷
অলীক রৌদ্রছায়া নিদ্রাকুসুম যমকালো মোঘলের তরবারি
আঙুলে আঙুলে ফুটে আঙুল কারুকাজ
বুকের ভিতর সন্ধি ডিঙিয়ে সমুদ্রগন্ধ ভরা দূঃসাহস
জলে পাতালে শৈশব কুড়ায় কাঁঠবিড়াল
ঝর্নার অস্থির কন্ঠ ছূয়ে নেভানো আগুনে দমকলের লাল সিগন্যাল ৷