উচাটন
ভালোবাসা নেই, ধূসর আঁধারে
হলদেটে প্রেমের সিম্ফনি,
আষাঢ়ের নীরব নির্ঝরে
বিষণ্ণ জনপদ জানে
একদিন ওষ্ঠ ও মদিরার আলোড়নে
ছিল চেতনার পূর্ণ গ্রাসি শিহরন।
কুহু যামিনীর বুকে
চাঁদের ছুঁয়ে যাওয়া,
গলে যাওয়া, ভেসে যাওয়া
বিবাগী উচাটন।
চাঁদ ছিল, রাত ছিল,
ছিল আলিখিতি চুমু
আকাশের ক্যানভাসে আনমন।
বুনো বাসনায় আগ্রাসি জিতে যাওয়া
তাও বারে বারে হেরে যাওয়া
আমরণ
ভালোবাসা নেই, তাও অকাতরে
ঝরে পড়ি ভালবাসাহীন
স্মৃতির অথই গহ্বরে ।
ভালোবাসা নেই, ধূসর আঁধারে
হলদেটে প্রেমের সিম্ফনি,
আষাঢ়ের নীরব নির্ঝরে
বিষণ্ণ জনপদ জানে
একদিন ওষ্ঠ ও মদিরার আলোড়নে
ছিল চেতনার পূর্ণ গ্রাসি শিহরন।
কুহু যামিনীর বুকে
চাঁদের ছুঁয়ে যাওয়া,
গলে যাওয়া, ভেসে যাওয়া
বিবাগী উচাটন।
চাঁদ ছিল, রাত ছিল,
ছিল আলিখিতি চুমু
আকাশের ক্যানভাসে আনমন।
বুনো বাসনায় আগ্রাসি জিতে যাওয়া
তাও বারে বারে হেরে যাওয়া
আমরণ
ভালোবাসা নেই, তাও অকাতরে
ঝরে পড়ি ভালবাসাহীন
স্মৃতির অথই গহ্বরে ।