ইচ্ছে, মর্জি, উপেক্ষা আর বিনোদন
কি বলব? অনেক কথা পাল্টায়, মনে হয় যেন ফিল্টারে মোড়ানো
আমি ছোট ছোট ছন্দে পড়া বৃষ্টি দেখি
লেম্প পোস্টের আলো একলা ভিজে উদাস মনে
আমাদের ইচ্ছে, মর্জি, উপেক্ষা আর বিনোদন..
বয়সগুলো লজ্জাহীন , আর মাতাল রাত অন্ধকার তীর্য
বেস্ততা, সৃতির পাতা একসাথে ডুব, প্রমোদিনী নেশা
কামনা- চাহিদার ছ - রা- ছো - ড়ি, একমুখী ছলনা
জীবন রং উজ্জল, বাহারী, ক্লান্তিহীন - রুপরেশ.
চার পায়ের আবোল-তাবোল ছাপ, নিজের সময় আর জগত
জলছে রাত্রি পেয়ালা ভরা, রঙিন দেয়াল
চোখ ঘুমহীন উথাল পাথাল নজর ছন্দে
রাত আজ সাবালকের, ফুর্তি আর লীলাখেলার.
রাস্তা ভিজায় ছন্দের বৃষ্টি, রাত পাখিরা বাউন্ডুলে
ঘড়ির কাটা ইচ্ছেমতন এদিক ওদিক যৌবন টানে,
বাহারী লেবাস, কড়া পারফিউম, সাদা ধোয়া
সুখ-সপ্ন শান্তি নিখোজ , তীব্র ক্ষুধা
রক্তনাচ শরীর দোলে ঝিম ঝিম আর ইতিহাসে
ছটফট করে পিপাসার চোখ- কান-হাত-ঠোট.
বলা শেষ? কই না-তো, এ কেবল শুরু
পুড়বে মানুষ আগুন - জলে তুই আমি আমরা,
বেহায়া বয়স চাহিদার আর হিসেবের
সব ফেলে যখনি পালাই, অন্ধকার ডাকে তারস্বরে
আমি নিরব রাত চাই ঝুম ঝুম বৃষ্টির সাথে
আমি আসছি ফিরে ছন্দে তালে আর আমাতে
হিসেবহীন আবেগের এক পশলা চাহনিতে, নিরন্তর.