দুধসাদা দুপুরের কাব্য
নাচতে থাকা লক্ষ পাতায়
ঠিকরে ওঠে রোদ্দুর
আকাশ কাঁপে তিরতিরিয়ে
মেঘমার্চের ফাঁকে
ভর্তি পেটে দিবানিদ্রায়
ঝুলছে কয়েক পাখি
কয়েক আবার ঝিলমিলিয়ে
রামধনুকে খোঁজে
দশতলার ন্যাড়ামাথায়
উকুন মাফিক মানুষ
বেরিয়ে থাকা ন্যাংটা শিক
কাকে চ্যালেঞ্জ করে
তিন দুগুনে ছক্কা ফেলে
লুডোর দান বাতিল
বস্তাপচা সিরিয়ালের
গন্ধ ছড়ায় ঘরে
টিনের চালে ছটপটিয়ে
গিরগিটিরা সাক্ষী দেয়
হাওয়ার দল হা হা করে
গরম বমি করে
নাচতে থাকা লক্ষ পাতায়
ঠিকরে ওঠে রোদ্দুর
আকাশ কাঁপে তিরতিরিয়ে
মেঘমার্চের ফাঁকে
ভর্তি পেটে দিবানিদ্রায়
ঝুলছে কয়েক পাখি
কয়েক আবার ঝিলমিলিয়ে
রামধনুকে খোঁজে
দশতলার ন্যাড়ামাথায়
উকুন মাফিক মানুষ
বেরিয়ে থাকা ন্যাংটা শিক
কাকে চ্যালেঞ্জ করে
তিন দুগুনে ছক্কা ফেলে
লুডোর দান বাতিল
বস্তাপচা সিরিয়ালের
গন্ধ ছড়ায় ঘরে
টিনের চালে ছটপটিয়ে
গিরগিটিরা সাক্ষী দেয়
হাওয়ার দল হা হা করে
গরম বমি করে