উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

অরিন্দম চন্দ্র

কালসাপ


স্বপ্নে মুখোমুখি আমরা-
অচিনপুরের সব ঘড়ি গলে যায়,
টুপটুপ করে খসে পড়ে
ঘন্টা,মিনিট,সেকেণ্ড...

তুই আর আমি সাদা-কালো
নিসর্গে হারিয়ে যাই,
সাপের দল ঘুরে ফিরে
মিলে যায় সবুজ আঁধারে...

দংশনে বড় বিষ তোর-
ঝিম ধরা স্মৃতিমেদুরতায়
ডুবে যেতে যেতে
একবার
শুধু একবার তোর মুখ দেখে নেই...