উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

প্রদীপ কবীর খান

যৌনঅক্ষর

আমাদের পিঠ চাপড়ানো গুলো ছিল
অনাধিকার চর্চা ,
তবুও সময় পেলেই এ ওর পিঠ চাপড়ে দিয়ে সতেজ
রাখতাম রক্তের বেগ ,

সে সময় বুকের ওপর পা তুলে ঈশ্বর বিদ্বেষী
গুপ্ত অক্ষর সাজিয়ে সমাজচর্চা
মুধুচন্দ্রিমা বলতে যেটুকু ছিল - সে রাত এবং
মৈথুনকৃত কৃতার্থ একগাল গালি

আমাদের সংগ্রাম ছিল আমাদেরই রক্তের পূর্ব শক্তির সঙ্গে
জিন বিপর্যয় বুঝতে না পেয়ে
যত রাজা নামিয়েছি অক্ষরের কারাগারে

তারা এবং সময়
আমাদের ফেলে রেখে ছুটছে আর ছুটছে
এই যৌনঅক্ষর গুলো - দ্যাখ এখন সঙ্গী বিহীন