উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

কাশিনাথ গুঁই

পঞ্চভূত

এমন কেউ কি হতে পারে না
ভালবাসা না দিক তবু
কাছে ডেকে করবে না ছলনা।
নিজের সময় কাটাতে খেলিয়ে
দিন অবসানে ছুড়ে দেবে না,
ময়দানের আঁধার কোণে সংগোপনে।
ভালবাসার আগুনে কলিজার রসরক্ত
ভেজে টোষ্ট বানিয়ে রিক্ত অংশটা
চাপা দিয়ে দেবে বঞ্চণার জঞ্জালে।
কেউ যদি এমন কোথাও আছে
কথা দিচ্ছি ভালবাসতে হবে না আমাকে
শুধু একবার কাছে এসে মুখ
তুলে তাকাবে আমার চোখে।
তারপর আমি হব ইতিহাস
ওই দৃষ্টিতে এক মহাকাব্য লিখে
মিশে যাব মহাকালের পঞ্চভূতে।