উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

বিপ্লব গঙ্গোপাধ্যায়

প্রতিদিন বিকেলের আলো


বিকেল ছোট হয়ে আসে…..
দুপুর
অল্প একটু আলো
ধীরে ধীরে সন্ধ্যে নামে
মনকেমন বিষন্নতা একপাশে পড়ে থাকে ।

এখন বিকেল নেই

ফুটবলের গায়ে লেগে থাকা রোদ
জানলায় উঁকি মারা লাজুক রোদ
স্কুল ফেরত বাস থেকে নেমে পড়া রোদ
ওরা সবাই দূরের কোন অফিসে কাজ করে ।

কেবল একটি রবিবার থাকে বিকেল দেখার