একদিন বিষন্নতা
বহুদুর চলে গিয়ে ভাবছি
শূন্যতার ভেতর একদিন ক্রোধ জম্মায়
রটে যায় বহু দিনকার জমানো গল্প
বাজার হয়ে..
স্বপ্ন--শূন্যতার ভিতর বেফাস খুজে বেড়াই
বৃহৎ দগ্ধ হৃদয়ে নদীর কিনারায় বসে
অনুভব করি ,
বেচেঁ থাকার জন্য অনেক কিছুরই
প্রয়োজন ছিল,
যেমন এক খন্ড জমি এবং একটি শান্ত
নারীর হাত, একটি শিশু
অনেক সময় চলে যায়..কাটতে থাকে
মনের ব্যর্থ আবেশ
অতপর প্রতিদিনের মত..হাত বাড়িয়ে
সাহায্য চাই শক্তিহীন, অধম ইশ্বরের কাছে
তারপরও দেখা হবে
যদি দেয়ালের উপাশে থাক,
তারপরও দেখা হবে
যদি নিজেকে বহুদুর পাঠিয়ে দাও ,
তারপরও দেখা হবে
যদি আষাঢ়ের ঝড়ের রাতে আমাকে নাও চাও ,
তারপরও দেখা হবে
যদি বসন্তের ঘ্রাণ ছড়ানো সন্ধ্যায় একটু একা থাকতে চাও,
তারপরও দেখা হবে
যদি শীতের কুয়াশার ভিতরে আমাকে সঙ্গী করতে না চাও
তারপরও দেখা হবে
যদি বর্ষার ঝড় ঝড় দুপুরে ..অন্য জনের সুখের পন্য হও
তারপরও দেখা হবে
যদি হেমন্তের হাওয়ার রাতে..আমাকে দুশমন ভাব
তারপরও দেখা হবে
যদি তোমার.. চাদেঁর ছায়াকে,আকাশের মেঘকে, নদীর প্রতাপ কে ভালো না লাগে
তারপরও দেখা হবে
যদি পৃথিবী থেকে নীরবে/নির্জনে চলে যাও
তারপরও দেখা হবে
এবার বল পালাবে কোথায় তুমি? ধরা তোমাকে পড়তেই হবে,
বিশ্বাস কর তুমি তোমার বিবেক কে নিয়ে একদিন আমার সম্মুখে আসবে!!!!
জীবনে ভিন্নতা খুজি
ভোরের শিশির যখন আমার সময় পরিপূর্ন্য করে দেয়..
স্নিগ্ধ আকাশের দিগে..এক দৃস্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখি
কোন অভিমান নেই আকাশে
আকাশের মন আজ সুদ্ধ, সুন্দর
অনেক দিন থেকে আকাশের মত হতে চাচ্ছি
আকাশের মত উদার,প্রশার….
জীবনে ভিন্নতা খুজতে খুজতে
পৌছে যাই….সময়ের অন্য পৃষ্ঠায়
যেখানে ….ইশ্বর ও ভিক্ষুক...
বহুদুর চলে গিয়ে ভাবছি
শূন্যতার ভেতর একদিন ক্রোধ জম্মায়
রটে যায় বহু দিনকার জমানো গল্প
বাজার হয়ে..
স্বপ্ন--শূন্যতার ভিতর বেফাস খুজে বেড়াই
বৃহৎ দগ্ধ হৃদয়ে নদীর কিনারায় বসে
অনুভব করি ,
বেচেঁ থাকার জন্য অনেক কিছুরই
প্রয়োজন ছিল,
যেমন এক খন্ড জমি এবং একটি শান্ত
নারীর হাত, একটি শিশু
অনেক সময় চলে যায়..কাটতে থাকে
মনের ব্যর্থ আবেশ
অতপর প্রতিদিনের মত..হাত বাড়িয়ে
সাহায্য চাই শক্তিহীন, অধম ইশ্বরের কাছে
তারপরও দেখা হবে
যদি দেয়ালের উপাশে থাক,
তারপরও দেখা হবে
যদি নিজেকে বহুদুর পাঠিয়ে দাও ,
তারপরও দেখা হবে
যদি আষাঢ়ের ঝড়ের রাতে আমাকে নাও চাও ,
তারপরও দেখা হবে
যদি বসন্তের ঘ্রাণ ছড়ানো সন্ধ্যায় একটু একা থাকতে চাও,
তারপরও দেখা হবে
যদি শীতের কুয়াশার ভিতরে আমাকে সঙ্গী করতে না চাও
তারপরও দেখা হবে
যদি বর্ষার ঝড় ঝড় দুপুরে ..অন্য জনের সুখের পন্য হও
তারপরও দেখা হবে
যদি হেমন্তের হাওয়ার রাতে..আমাকে দুশমন ভাব
তারপরও দেখা হবে
যদি তোমার.. চাদেঁর ছায়াকে,আকাশের মেঘকে, নদীর প্রতাপ কে ভালো না লাগে
তারপরও দেখা হবে
যদি পৃথিবী থেকে নীরবে/নির্জনে চলে যাও
তারপরও দেখা হবে
এবার বল পালাবে কোথায় তুমি? ধরা তোমাকে পড়তেই হবে,
বিশ্বাস কর তুমি তোমার বিবেক কে নিয়ে একদিন আমার সম্মুখে আসবে!!!!
জীবনে ভিন্নতা খুজি
ভোরের শিশির যখন আমার সময় পরিপূর্ন্য করে দেয়..
স্নিগ্ধ আকাশের দিগে..এক দৃস্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখি
কোন অভিমান নেই আকাশে
আকাশের মন আজ সুদ্ধ, সুন্দর
অনেক দিন থেকে আকাশের মত হতে চাচ্ছি
আকাশের মত উদার,প্রশার….
জীবনে ভিন্নতা খুজতে খুজতে
পৌছে যাই….সময়ের অন্য পৃষ্ঠায়
যেখানে ….ইশ্বর ও ভিক্ষুক...