উদ্ভাস

১ম বর্ষ, ২য় সংখ্যা, অক্টোবর ২০১২

উদয়ভাণু

ডাকনাম

আমাদেরও ডাকনাম ছিল -
মেঘ নয় মেঘনাথ ,কপালে তিলককাটা ভানু কবিয়াল
গাড়োয়ান বিশু - শর্ষেগাছ মাথায় নিয়ে ফিরত যে ছেলে
কি যান নাম তার ? ভুলে গেছি ---
একদিন ডাকনাম ছিল

বিশুদ্ধ অক্ষরে কেই বা কার নাম ধরে ডাকে !
কেই-বা মনে রাখে স্মৃতির মত যে স্মৃতি নয় তাকে - , রোদে -জলে
ঘামজ্বরে - কাজে - অকাজে
যারা মরে - বেঁচে থাকে বেছে নিতে আলনার পুরনো জামা
ঝুল বারান্দা থেকে সূর্য উত্তাপ
তারাও ভুলে গেছে
একদিন ডাকনাম ছিল