গল্পটি এক সম্ভ্রান্ত কুকুরকে নিয়ে
পর্ব - ১
একা তো রে ভাই মানুষ থাকতেই পারে না । ঐ যে কে না বলেছিলেন , কি নাম লোকটার ... Man is by nature a social and political being. এখন আপনি একাকীত্বটি কিভাবে দূর করবেন ? সেটা আপনার দর্শন এর উপর নির্ভর করে , Because man is also an economical & philosophical being . কিন্তু commercial being মানুষ ছিল না । tread এসেছে traders তৈরি হয়েছে । এইটা man made , man made বলতে সমাজ হিসেবে বস্তুর রুপান্তরের প্রক্রিয়ার মধ্যে এইটা অন্তর্গত ।
সেদিন বাংলিশ , হিংলিশ এর সমালোচনা দেখলাম , যুক্তি আছে আবার আমার কাছে anti logic , dialectical opposite ও আছে । সেটা অধিক শক্তিশালী তার চেয়ে বড় কথা সমাধানটি বাতলে দেয়ার ক্ষমতা আছে । অতএব আপাতত এইটা পড়েন সে আলোচনা এর অন্তর্গত নয় । স্বভাবের ত্রুটি হেতু আমি সহজে গল্প তার প্রাসঙ্গিকতা থেকে অংকুরিত করতে পারি না । দক্ষতার অভাব হতে পারে , রোগ হওয়ারও সম্ভাবনা আছে ।
পর্ব - ২
গল্পটি এক সম্ভ্রান্ত কুকুরকে নিয়ে , তার নাম ক্রেগা । এর প্রভুর নাম ম্যাথিউ কুবিন । ক্রেগারা ছিলেন ১ ভাই ৫ বোন । ৫ বোনের নাম যথাক্রমে : পিম্পী , ইউরোপা , নাইলেপ্থা , লো এবং লিন্ডা । কুকুরদের মধ্যে সহোদর সহোদরা পরস্পর যৌন মিলনের বৈধতা বিদ্যমান । এই প্রথাটি মানব সমাজেও প্রচলিত ছিল । ইসলামের স্বীকৃত দর্শনমতে প্রথম পুরুষ আদমের সন্তানেরা এইভাবে জন্মগ্রহণ করেন যে প্রথমে একজন পুরুষ তারপর তার সহোদরা স্ত্রী এবঙ যথাক্রমে । তো এই নিয়ে একটা মারামারি লেগে যায় , একজন অন্য সহোদরাকে দখল করতে চান কেননা তার নারীটিকে তিনি মেনে নিতে চান নি । এই হলো ইসলামের হিসাবে পৃথিবীতে মানুষের আল্লাহর আদেশ অমান্য করার দ্বিতীয় ঘটনা । পরে মানুষ বিস্তৃত হলে এই আদেশ হয় যে সহোদরা কে স্ত্রীরুপে গ্রহন করা হারাম , অর্থাৎ দর্শনটি বা ধর্মটি তার বিকাশের এই পর্যায়ে সেটা রহিত করলো । তবে কেবল মানব সমাজে । মানবেতর প্রানীর ক্ষেত্রে কোনো বিধান ইসলামে নেই , অর্থাৎ তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য তাদের প্রতি আদেশ নেই কি নিষেধ ও নেই । তো সেই সম্ভ্রান্ত কুকুর লেড্রা , তার যন্ত্রকুশলী ( Mechanical Engineer ) ম্যথিউ কুবিনের ক্রীত ও পালিত হয়ে আসলেন ৭৮৯ পাউন্ড এর বিনিময় হিসেবে । তার ৫ বোনের যা হলো তা নিম্নরূপ :
পিম্পী ক্যালিফোর্নিইয়াতে গেলেন মারিয়া প্যাট্রোস্কায়া এর পরিবারে । তার স্বামী তাকে তালাক দিয়েছেন , Boyfriend , অধ্যাপক নাম ইউনুস পাঠান , পাকিস্তানের বিকৃত মুসলমান পরিবারে এক কুলাংগার কুপুত্র ।
ইউরোপা ও নাইলেপ্থা মারা গেলেন Dog Farm এর Van এর নীচে চাপা পড়ে । এক বিকেলে খাবারের ভ্যানটি ফার্ম এ ঢুকছিল । এরা দুই বোন একটি রাবারের বল নিয়ে খেলছিল । Van চালক দেখতে পায় নি , পাবার কথাও না অথচ দুর্ঘটনাটির জন্য বেচারা চাক্রিটি হারাল । কুকুরগুলো সাম্লানোর দ্বায়িত্ব যার ছিল সেই ভারতীয় মেয়েটি সুমান যোশী তাকে মাত্র ২ /১ টা কথা বলা হল । যাক সেটা অন্য একটি অবৈধ প্রথার বাস্তবায়নের কুফল । অন্য গল্প ।
লো ১৪২৫ পাউন্ডে বিক্রি হলেন , Because she was the most beautiful and gentle one . মালিক ব্রিটিশ , পেশা জুয়া , অর্থাৎ সিঙ্গাপুরে একটি ক্যাসিনো চালান । ক্যাসিনোর স্লোগান বড়ো করে লিখে রেখেছে “Everyone Looses”.
লিন্ডা গেলো দুবাই , আব্দুল্লাহ বিন হিজ্জাজ বিন জুবায়ের এর স্ত্রী কিনলেন । তিনি অবশ্য জানেন যে কেবলমাত্র প্রহরী হিসেবে ইসলামে কুকুর পোষা যায়েয অর্থাৎ স্বীকৃত , তবে সেটা নিয়ে তেমন মাথা ঘামান না । উল্লেক্ষ্য যে তার বাসায় এক বাংলাদেশী ছোকরাকে তিনি রেখেছেন ব্যাস কুকুরটাকে যত্নআত্তি করার জন্য । একবার কিছু টাকা দেখিয়ে রাজীও করাতে চেয়েছিলেন , ছেলেটা ভাল বলে পরে টুপি কিনে দিলেন , আতরও কিনে দিলেন । আনোয়ার মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলো । যাক এই যাত্রায় আল্লা রাসুলের দয়ায় বেছে গেল । মনে মনে বলল আলহামদুলিল্লাহ !
পর্ব - ৩
ম্যাথিউ কুবিন একটি গাড়ী তৈরির কারখানায় চাকরি পেলেন জার্মানীতে । অভদ্র অন্যায় জাতিগত-অভিমান এদের মধ্যে চরম মাত্রায় বিদ্যমান । হিটলারের কুশিক্ষার বিষ আজো এদের মাঝে কাজ করছে । কার্ল মার্ক্স এর নামগন্ধটি নেই। অবশ্য তার পোস্ট , বেতন আর দামী গাড়ীটি দেখে কেউ তেমন গায়ে পড়ে লাগতে আসে না । ক্রেগা বেশ আনন্দে আছে। বিশেষ করে এই বিশাল বাড়ীটি । বাড়ীর পাশে বড় অপরিচিত গাছটি তার বেশ লাগে । কুবিন রোজ সন্ধ্যায় মদ খেতে বসে। এখানে এসে এলাকার এক ফালতু ডাক্তারের কাছ থকে গাজাও খেতে শিখেছে । ডাক্তার এর নাম ভন মরগান, বড়ই শ্রুতিকটু নামটি । ক্রেগা একে সহ্য করতে পারে না । প্রভূ আঘাত পাবেন বলে কিছু বলে না নইলে এর কলিজাটা ছিড়ে বের করতে ক্রেগার ২০ মিনিটের বেশি লাগবে না ।
পর্ব - ১
একা তো রে ভাই মানুষ থাকতেই পারে না । ঐ যে কে না বলেছিলেন , কি নাম লোকটার ... Man is by nature a social and political being. এখন আপনি একাকীত্বটি কিভাবে দূর করবেন ? সেটা আপনার দর্শন এর উপর নির্ভর করে , Because man is also an economical & philosophical being . কিন্তু commercial being মানুষ ছিল না । tread এসেছে traders তৈরি হয়েছে । এইটা man made , man made বলতে সমাজ হিসেবে বস্তুর রুপান্তরের প্রক্রিয়ার মধ্যে এইটা অন্তর্গত ।
সেদিন বাংলিশ , হিংলিশ এর সমালোচনা দেখলাম , যুক্তি আছে আবার আমার কাছে anti logic , dialectical opposite ও আছে । সেটা অধিক শক্তিশালী তার চেয়ে বড় কথা সমাধানটি বাতলে দেয়ার ক্ষমতা আছে । অতএব আপাতত এইটা পড়েন সে আলোচনা এর অন্তর্গত নয় । স্বভাবের ত্রুটি হেতু আমি সহজে গল্প তার প্রাসঙ্গিকতা থেকে অংকুরিত করতে পারি না । দক্ষতার অভাব হতে পারে , রোগ হওয়ারও সম্ভাবনা আছে ।
পর্ব - ২
গল্পটি এক সম্ভ্রান্ত কুকুরকে নিয়ে , তার নাম ক্রেগা । এর প্রভুর নাম ম্যাথিউ কুবিন । ক্রেগারা ছিলেন ১ ভাই ৫ বোন । ৫ বোনের নাম যথাক্রমে : পিম্পী , ইউরোপা , নাইলেপ্থা , লো এবং লিন্ডা । কুকুরদের মধ্যে সহোদর সহোদরা পরস্পর যৌন মিলনের বৈধতা বিদ্যমান । এই প্রথাটি মানব সমাজেও প্রচলিত ছিল । ইসলামের স্বীকৃত দর্শনমতে প্রথম পুরুষ আদমের সন্তানেরা এইভাবে জন্মগ্রহণ করেন যে প্রথমে একজন পুরুষ তারপর তার সহোদরা স্ত্রী এবঙ যথাক্রমে । তো এই নিয়ে একটা মারামারি লেগে যায় , একজন অন্য সহোদরাকে দখল করতে চান কেননা তার নারীটিকে তিনি মেনে নিতে চান নি । এই হলো ইসলামের হিসাবে পৃথিবীতে মানুষের আল্লাহর আদেশ অমান্য করার দ্বিতীয় ঘটনা । পরে মানুষ বিস্তৃত হলে এই আদেশ হয় যে সহোদরা কে স্ত্রীরুপে গ্রহন করা হারাম , অর্থাৎ দর্শনটি বা ধর্মটি তার বিকাশের এই পর্যায়ে সেটা রহিত করলো । তবে কেবল মানব সমাজে । মানবেতর প্রানীর ক্ষেত্রে কোনো বিধান ইসলামে নেই , অর্থাৎ তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য তাদের প্রতি আদেশ নেই কি নিষেধ ও নেই । তো সেই সম্ভ্রান্ত কুকুর লেড্রা , তার যন্ত্রকুশলী ( Mechanical Engineer ) ম্যথিউ কুবিনের ক্রীত ও পালিত হয়ে আসলেন ৭৮৯ পাউন্ড এর বিনিময় হিসেবে । তার ৫ বোনের যা হলো তা নিম্নরূপ :
পিম্পী ক্যালিফোর্নিইয়াতে গেলেন মারিয়া প্যাট্রোস্কায়া এর পরিবারে । তার স্বামী তাকে তালাক দিয়েছেন , Boyfriend , অধ্যাপক নাম ইউনুস পাঠান , পাকিস্তানের বিকৃত মুসলমান পরিবারে এক কুলাংগার কুপুত্র ।
ইউরোপা ও নাইলেপ্থা মারা গেলেন Dog Farm এর Van এর নীচে চাপা পড়ে । এক বিকেলে খাবারের ভ্যানটি ফার্ম এ ঢুকছিল । এরা দুই বোন একটি রাবারের বল নিয়ে খেলছিল । Van চালক দেখতে পায় নি , পাবার কথাও না অথচ দুর্ঘটনাটির জন্য বেচারা চাক্রিটি হারাল । কুকুরগুলো সাম্লানোর দ্বায়িত্ব যার ছিল সেই ভারতীয় মেয়েটি সুমান যোশী তাকে মাত্র ২ /১ টা কথা বলা হল । যাক সেটা অন্য একটি অবৈধ প্রথার বাস্তবায়নের কুফল । অন্য গল্প ।
লো ১৪২৫ পাউন্ডে বিক্রি হলেন , Because she was the most beautiful and gentle one . মালিক ব্রিটিশ , পেশা জুয়া , অর্থাৎ সিঙ্গাপুরে একটি ক্যাসিনো চালান । ক্যাসিনোর স্লোগান বড়ো করে লিখে রেখেছে “Everyone Looses”.
লিন্ডা গেলো দুবাই , আব্দুল্লাহ বিন হিজ্জাজ বিন জুবায়ের এর স্ত্রী কিনলেন । তিনি অবশ্য জানেন যে কেবলমাত্র প্রহরী হিসেবে ইসলামে কুকুর পোষা যায়েয অর্থাৎ স্বীকৃত , তবে সেটা নিয়ে তেমন মাথা ঘামান না । উল্লেক্ষ্য যে তার বাসায় এক বাংলাদেশী ছোকরাকে তিনি রেখেছেন ব্যাস কুকুরটাকে যত্নআত্তি করার জন্য । একবার কিছু টাকা দেখিয়ে রাজীও করাতে চেয়েছিলেন , ছেলেটা ভাল বলে পরে টুপি কিনে দিলেন , আতরও কিনে দিলেন । আনোয়ার মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলো । যাক এই যাত্রায় আল্লা রাসুলের দয়ায় বেছে গেল । মনে মনে বলল আলহামদুলিল্লাহ !
পর্ব - ৩
ম্যাথিউ কুবিন একটি গাড়ী তৈরির কারখানায় চাকরি পেলেন জার্মানীতে । অভদ্র অন্যায় জাতিগত-অভিমান এদের মধ্যে চরম মাত্রায় বিদ্যমান । হিটলারের কুশিক্ষার বিষ আজো এদের মাঝে কাজ করছে । কার্ল মার্ক্স এর নামগন্ধটি নেই। অবশ্য তার পোস্ট , বেতন আর দামী গাড়ীটি দেখে কেউ তেমন গায়ে পড়ে লাগতে আসে না । ক্রেগা বেশ আনন্দে আছে। বিশেষ করে এই বিশাল বাড়ীটি । বাড়ীর পাশে বড় অপরিচিত গাছটি তার বেশ লাগে । কুবিন রোজ সন্ধ্যায় মদ খেতে বসে। এখানে এসে এলাকার এক ফালতু ডাক্তারের কাছ থকে গাজাও খেতে শিখেছে । ডাক্তার এর নাম ভন মরগান, বড়ই শ্রুতিকটু নামটি । ক্রেগা একে সহ্য করতে পারে না । প্রভূ আঘাত পাবেন বলে কিছু বলে না নইলে এর কলিজাটা ছিড়ে বের করতে ক্রেগার ২০ মিনিটের বেশি লাগবে না ।